আগরতলা, ৭ মে (হি. স.)৷৷ ত্রিপুরায় করোনা মোকাবিলায় বায়ু সেনার বিমানে অক্সিজেন কনসেন্েন্টটর এসে পৌঁছেছে৷ মার্কিণ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০টি অক্সিজেন কনসেন্েন্টটর গুয়াহাটি থেকে আগরতলায় এসেছে৷ আজ সকালে বায়ু সেনার বিমান এএন৩২ বিমানে ওই চিকিতা সামগ্রী এসেছে৷ তাতে, ত্রিপুরায় করোনা আক্রান্তদের চিকিতায় বাড়তি সুবিধা মিলবে বলে আশা করা যাচ্ছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় বর্তমানে ১৩৯৫টি অক্সিজেন শয্যা প্রস্তুত রয়েছে৷ তাতে, শুধু আগরতলায় রয়েছে ৬৪১টি শয্যা৷ করোনা আক্রান্তদের চিকিতায় সারা দেশেই এখন অক্সিজেনের ঘাটতি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ অবশ্য, কেন্দ্রীয় সরকারের সহায়তায় ওই সমস্যা বিভিন্ন রাজ্য ইতিমধ্যে সমস্যা কাটিয়ে উঠছে৷
করোনার প্রথম ঢেউয়ে ত্রিপুরায় অক্সিজেন নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল৷ তবে, সেই সমস্যা তখন কাটিয়ে উঠেছিল ত্রিপুরা সরকার৷ তাই, করোনার দ্বিতীয় ঢেউ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অগ্রিম প্রস্তুতি নিয়ে রেখেছে ত্রিপুরা৷

