মুম্বই, ৮ মে (হি.স.): আগুনের গ্রাসে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বহনকারী রণতরী আইএনএস বিক্রমাদিত্য। শনিবার সকালে কর্নাটকের কারওয়ার বন্দরে আইএনএস বিক্রমাদিত্যে হালকা আগুন লাগে। কর্মী ও আধিকারিকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, সকলেই সুরক্ষিত আছেন। প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও (মুম্বই) জানিয়েছেন, “আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
নৌবাহিনীর মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, নাবিকরা যেখানে থাকেন, সেই অংশ থেকেই শনিবার সকালে ধোঁয়া বেরোতে দেখেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হওয়ার আগে জাহাজের কর্মী-অধিকারিকরাই আগুন নিভিয়ে ফেলেন। নৌবাহিনী জানিয়েছে, সকলেই সুরক্ষিত আছেন। কী কারণে আগুনের সূত্রপাত তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।