নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ করোনা মোকাবিলায় রাজ্যে সামগ্রিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় পরিকাঠামো গঠনে রাজ্য প্রশাসনের পাঁচজন উচ্চপদস্থ আধিকারীককে আট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে৷ স্টেট টাস্ক ফোর্সের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই বিষয়ে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে৷
নয়া সিদ্ধান্ত অনুসারে গোমতী ও দক্ষিণ জেলার দায়িত্বে বিশেষ সচিব অভিষেক চন্দ্র, উত্তর ও ঊনকোটি জেলার দায়িত্বে সচিব সৌম্যা গুপ্ত, পশ্চিম ত্রিপুরার দায়িত্বে সচিব কিরণ গিত্তে, খোয়াই ও ধলাই জেলার দায়িত্বে সচিব তনুশ্রী দেববর্মা এবং সিপাহীজলা জেলার দায়িত্বে রয়েছেন সচিব প্রশান্ত গোয়েল৷ ওই পাঁচ আধিকারীককে প্রতিনিয়ত রাজ্য সরকারকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে৷