খোয়াইয়ে ফাঁসিতে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ মে৷৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে খোয়াই থানার অধীন পূর্ব গণকির বাসিন্দা জুয়েল সোম (৩৫)৷ বাড়ির লোকদের সাথে কোন এক বিষয় নিয়ে বিবাদ হয়৷ তারপর সে বাড়ি থেকে চলে যায়৷

কিছুক্ষণ পরে বাড়ির পাশের একটি পার্কে ফাঁসিতে আত্মহত্যা করে৷ কয়েকজন লোক মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷