নয়াদিল্লি, ৭ মে (হি.স.): প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ওয়াই ইকবাল। শুক্রবার ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিচারপতি (অবসরপ্রাপ্ত) ইকবাল মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন। ২০১২ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন তিনি এবং অবসর নেন ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে।
১৯৫১ সালের ১৩ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে জন্মগ্রহণ করেছিলেন বিচারপতি ইকবাল। ১৯৭০ সালে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি, ১৯৭৪ সালে আইনের ডিগ্রি লাভ করেন। ২০১২-২০১৫ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তিনি এবং ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।
2021-05-07