নয়াদিল্লি, ৭ মে (হি.স.): অক্সিজেনের সঙ্কটে বেসামাল অবস্থা দিল্লির বিভিন্ন হাসপাতালের। অক্সিজেনের সঙ্কটে মৃত্যুও হচ্ছে বহু রোগীর। এমতাবস্থায় অরবিন্দ কেজরিওয়াল সরকারকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, দিল্লিতে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন কেন্দ্রকে নির্দেশ দিয়ে বলেছেন, “প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতেই হবে দিল্লিকে। দিল্লির হাসপাতালে দৈনিক ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে। আমাদের কড়া পদক্ষেপ করতে বাধ্য করবেন না। ফের বলছি, প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে।’’
করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে জর্জরিত রাজধানী দিল্লি। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতালে। এমন পরিস্থিতিতে দিল্লির পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে দিল্লিকে
2021-05-07