নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ আগরতলায় বিয়ে বাড়িতে জেলা শাসক শৈলেশ কুমার যাদবের প্রবেশ এবং বিয়ে বন্ধ করে দেওয়ার ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টে একটি রিট পিটিশন এবং একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷
এদিন হাইকোর্টে দুটি মামলায় শুনানির জন্য উঠে মুখ্য বিচারপতি এ এ কুরেশি এবং বিচারপতি এস ডি চট্টোপাধ্যায়ের বেঞ্চে৷ মামলা নিয়ে এদিন আলোচনা হয়েছে৷ বিচারপতিদ্বয় ২৬ এপ্রিল বিয়ে বাড়িতে যে ঘটনা ঘটেছিল তা সবিস্তারে খতিয়ে দেখেন৷ আবেদনকারীর কাছে ঐ দিনের ঘটনার সমস্ত ভিডিও ফুটেজ, পার্মিশনের কাগজ এবং কতজন লোক ঐ সময় উপস্থিত ছিল তা আদালতে আগামী পাঁচ মে জমা দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ আদালত এও জানিয়েছে এই মামলা আদালত গুরুত্ব দিয়ে দেখছে৷ আগামী বুধবার দিন আবার শুনানীর দিন ধার্য করেছে আদালত৷