ওয়াশিংটন, ৩ মে (হি.স.): আমেরিকায় আরও ৩১২ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। মার্কিন মুলুকে ক্রমেই কমছে করোনার সংক্রমণও। আমেরিকায় রবিবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০,৭০১ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। ফলে আমেরিকায় ৩৩,১৮০,৪৪১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, রবিবার সন্ধ্যা পর্যন্ত ৩১২ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯১ হাজার ০৬২ জনের।
মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭০১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩১২ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,১৮০,৪৪১-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,৮২৩,৮০০ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ লক্ষ ৬৫ হাজার ৫৭৯ জন।
2021-05-03