কলকাতা, ২ মে (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আপাতত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, পিছিয়ে পড়েছে বিজেপি। ট্রেন্ড অনুযায়ী, ১৯৪ আসনে এগিয়ে তৃণমূল এবং বিজেপি এগিয়ে ৯৩টি আসনে। বাম-কংগ্রেস-আইএসএফ জোট এগিয়ে ৫টি আসনে। শেষ হাসি কোন দল হাসবে, তা রবিবারই জানা যাবে। নন্দীগ্রামে ব্যবধান কমালেন মমতা। সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু। দ্বিতীয় রাউন্ডের শেষে ডায়মন্ড হারবারে ৫৪২ ভোটে এগিয়ে তৃণমূল। খড়্গপুর গ্রামীণে দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় আড়াই হাজার ভোটে এগিয়ে তৃণমূল। শ্যামপুকুরে এগিয়ে তৃণমূলের শশী পাঁজা। চণ্ডীপুরে এগিয়ে তৃণমূলের সোহম চক্রবর্তী। মালদহে কংগ্রেস গড়ে ধস। ভোটের প্রবণতায় জেলার ১২টি কেন্দ্রেই বিপুল ভোটে পিছিয়ে তারা। কালচিনিতে ১১০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী বিশাল লামা। আলিপুরদুয়ারের ৬৭১ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল। খানাকুল, গোঘাট, পুরশুড়ায় এগিয়ে বিজেপি।
দ্বিতীয় রাউন্ড শেষে ক্যানিং পশ্চিমে ১১৬৭৭ ভোটে এগিয়ে তৃণমূল। উত্তরপাড়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূলের কাঞ্চন মল্লিক এগিয়ে ১০৯৪ ভোটে। কেশপুরে চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি ৩ হাজার ভোটে এগিয়ে। শীতলখুচিতে তৃতীয় রাউন্ড শেষে ৯৫৩ ভোটে বিজেপি এগিয়ে। শিবপুরে তৃণমূলের মনোজ তিওয়ারি চতুর্থ রাউন্ডের শেষে ৫৫৪০ ভোটে এগিয়ে। দ্বিতীয় রাউন্ড শেষে মধ্য হাওড়ায় তৃণমূলের অরূপ রায় ১৫২৯০ ভোটে এগিয়ে। আসানসোল দক্ষিণে পিছিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল। টালিগঞ্জে সাড়ে ৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূলের অরূপ বিশ্বাস। পিছিয়ে বিজেপি। মেদিনীপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে দেড় হাজার ভোটে, চন্দ্রকোণায় চতুর্থ রাউন্ডের শেষে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। কাকদ্বীপে তৃতীয় রাউন্ডের শেষে ৪৭৩০ এগিয়ে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা। দ্বিতীয় রাউন্ড শেষে ক্যানিং পশ্চিমে ১১৬৭৭ ভোটে এগিয়ে তৃণমূল।
বারাসতে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী প্রথম রাউন্ডের শেষে ২২ ভোটে এগিয়ে। পাণ্ডবেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। প্রথম রাউন্ড শেষে সাঁইথিয়া তৃণমূল কংগ্রেস এগিয়ে। দ্বিতীয় রাউন্ড শেষে লাভপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিংহ ৭০০ ভোটে এগিয়ে। নানুর কেন্দ্রে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা ৮০০ ভোটে এগিয়ে। বোলপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিংহ ১৫০০ ভোট এগিয়ে। রামপুরহাটে তৃতীয় রাউন্ডের শেষে ৭৬৩ ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী অশিস বন্দ্যোপাধ্যায় । এগিয়ে বিজেপি প্রার্থী শুভাশিষ চৌধুরী। দ্বিতীয় রাউন্ড শেষে সিউড়িতে এগিয়ে বিজেপি। বিধাননগরে এগিয়ে তৃণমূলের সুজিত বসু। পিছিয়ে সব্যসাচী দত্ত। প্রথম রাউন্ডে গণনা শেষে জলপাইগুড়ি জেলার ৭ আসনের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি। রাজগঞ্জে এগিয়ে তৃণমূল। ব্যারাকপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ, সুতি, ফরাক্কা, সাগরদিঘীতে এগিয়ে তৃণমূল।

