কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। অক্সিজেন, প্রতিষেধক, ওষুধ, হাসপাতালের পরিকাঠামো ইত্যাদি নিয়ে বিশদে আলোচনা হয় বৈঠকে।
দেশের পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই হাহাকারের ছবি উঠে আসছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজধানী দিল্লির।
দিল্লি-সহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকজন চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবার দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দিল্লির এক বেসকারি হাসপাতালে মানসিক চাপ সহ্য করতে না পেরে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ কার্যত বিপর্যস্ত। দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালের বেড এমনকী অক্সিজেনের জন্য হাহাকার চলছে। শুধু তাই নয় ভারত বিশ্বের মধ্যে সব থেকে বেশি টিকা উৎপাদন করে। কিন্তু সেখানে ভারতেই টিকার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে, তাও টিকা পাওয়া যাচ্ছে না। গতকাল অর্থাৎ ১৮ থেকে ৪৪ বছরের সবার জন্য দেশে টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যগুলির হাতে পর্যাপ্ত টিকা না থাকায় তা শুরুই করা যায়নি। বেশির ভাগ রাজ্যই আগে জানিয়ে দিয়েছিল, যাদের দ্বিতীয় ডোজ প্রয়োজন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রীর বৈঠকে এই বিষয়গুলিও উঠে এসেছে।
এমতাবস্থায় কী কী কৌশল নিয়ে এগোলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে, তা পর্যাচলোচনা করতেই আজ সকালে জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী।