ঢাকা, ২ মে (হি. স.) : ফের স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের জনজীবন। স্বাভাবিক ছন্দে ফিরছে বিভিন্ন পরিষেবা। পাশাপাশি অন্য দেশের সাথে যোগাযোগের জন্য বিমানও চালু হয়েছে। তবে, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হলেও থাকছে নানা নিয়ম। অন্যান্য দেশগুলির সঙ্গে যোগাযোগ স্থাপনের আগে মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ।
করোনার বাড়বাড়ন্তে লাগাম টানতে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ১৬ দিন পর পুনরায় পরিষেবা চালু করা হল। তবে, প্রত্যেকটি দেশের ক্ষেত্রে রয়েছে আলাদা আলাদা নিয়ম। বিভিন্ন ক্যাটাগরিতে দেশগুলিকে ভাগ করে নিয়মকানুন বলে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে ।