নয়াদিল্লি, ২ মে (হি.স.): তামিলনাড়ুতে ৯৮টি আসনে এগিয়ে গেল ডিএমকে। কেরলে খোশমেজাজে সিপিআই (এম)। পুদুচেরিতে ১২টি আসনের ট্রেন্ড অনুযায়ী এনআর কংগ্রেস এগিয়ে ৬টি আসনে এবং বিজেপি তিনটি আসনে।
তামিলনাড়ু : তামিলনাড়ুতে জোর টক্কর চলছে এআইএডিএমকে ও ডিএমকে-র মধ্যে। ২০৯টি আসনে ভোট গণনার প্রবণতা অনুযায়ী, এআইএডিএমকে ৮১টি আসনে এগিয়ে এবং ডিএমকে ৯৮টি আসনে। চেন্নাইয়ে ডিএমকে সদর দফতরে আনন্দে মেতে উঠেছেন ডিএমকে কর্মী-সমর্থকরা।
কেরল : কেরলের ১৪০টি আসনের মধ্যে ১৩৭টি আসনের ট্রেন্ড অনুযায়ী সিপিআই (এম) এগিয়ে ৫৫টি আসনে, কংগ্রেস ২৩টি আসনে। কেরলের পালাক্কড় আসনে এগিয়ে রয়েছেন মেট্রোম্যান ই শ্রীধরণ। ধর্মাদাম আসনে এগিয়ে পিনারায় বিজয়ন। হরিপদ আসনে এগিয়ে কংগ্রেসের রমেশ চেন্নিথালা। ত্রিসূর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুরেশ গোপী।
পুদুচেরি : পুদুচেরিতে ১২টি আসনের ট্রেন্ড অনুযায়ী এনআর কংগ্রেস এগিয়ে ৬টি আসনে এবং বিজেপি তিনটি আসনে।

