দৈনিক সংক্রমণ ক্রমেই নিম্নমুখী, আমেরিকায় করোনায় মৃত্যু ৬৬১ জনের

ওয়াশিংটন, ২ মে (হি.স.): আমেরিকায় আরও ৬৬১ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। মার্কিন মুলুকে ক্রমেই কমছে করোনার সংক্রমণও। আমেরিকায় শনিবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২,০৩৪ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৬১ জনের। ফলে আমেরিকায় ৩৩,১৪৬,০০৮-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৬৬১ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯০ হাজার ৭০৪ জনের।
মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (শনিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ০৩৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৬১ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,১৪৬,০০৮-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,৭৭৭,৯২৭ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ লক্ষ ৭৭ হাজার ৩৭৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *