নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ এপ্রিল৷৷ কৃষিমন্ত্রীর হাত ধরে শুভ উদ্ভোধন হলো দক্ষিন জেলার মাশরুম উৎপাদন কেন্দ্রের৷ শান্তির বাজার জেলা হাসপাতাল সংলগ্ণ এলাকায় আজ শুভ উদ্ভোধন হলো দক্ষিন জেলার মাশরুম উৎপাদন কেন্দ্রের৷ ফিতাকেটে ও ফলক উন্মোচনের মধ্যদিয়ে এই মাশরুম কেন্দ্রের শুভ উদ্ভোধন করেন ত্রিপুরার কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷
আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা সভািপতি কাকলী দাস দত্ত, দক্ষিন জেলার জেলা সহসভাধিপতি বিভিষন চন্দ্র দাস, বগাফা কৃষি তত্বাবধায়ক সুজীত কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা৷ আজকের এই উদ্ভোধন শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাসের দ্বীতিয় পর্যায়ের মহামারি চলছে৷
তাই কোনোপ্রকার অনুষ্ঠান ছারা সমস্ত বিধিনিষেধ মেনে আজকের এই মাশরুশ উৎপাদন কেন্দ্রের শুভ উদ্ভোধন করাহলো৷ এই মাশরুম উৎপাদন কেন্দ্রটি বিগত কয়েকমাস আগে উদ্ভোধন হবার কথাছিলো কিন্তু এডিসি নির্বাচনের ফলে এটি উদ্ভোধন করাসম্ভব হয়েউঠেনি৷ বর্তমানে করোনা ভাইরাসের মহামারির মধ্য কোনোপ্রকার অনুষ্ঠান ছারাই এই কেন্দ্রটি উদ্ভোধন করাহলো৷
মন্ত্রী জানান একদিকে করোনা ভাইরাসের মহামারির মধ্যে লোকজন ক্ষতিগ্রস্থ কিন্তু এর মধ্যে সকলকে আর্থিক দিকদিয়ে সাবলম্বী করতেগেলে উন্নয়নমূলক কর্মসূচীর প্রয়োজন তাই রাজ্য সরকার থেমে নাথেকে লোকজনের উন্নয়নয়ে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন৷ অবশেষে তিনি সকলকে এই মহামারির মধ্যে রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের দেওয়া সমস্ত নির্দেশিকাকে মান্যতা দিয়ে চলারজন্য বিশেষ আহববান জানান ও সকলের সুস্থতা কামনাকরেন৷