মালাপ্পুরাম (কেরল), ২৯ এপ্রিল (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কেরলের মালাপ্পুরাম জেলা কংগ্রেস কমিটির সভাপতি এবং নীলাম্বুর বিধানসভা আসনের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর প্রার্থী ভি ভি প্রকাশ। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর। হৃদরোগজনিত অসুস্থতার কারণে বুধবার মধ্যরাতে প্রথমে এডাক্কারার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রকাশকে, পরে মাঞ্জেরির হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু, প্রাণে বাঁচানো সম্ভব হল না। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মালাপ্পুরাম জেলা কংগ্রেস কমিটির সভাপতি হওয়ার প্রাক্কালে যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকও ছিলেন প্রকাশ। গত ৬ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে নীলাম্বুর বিধানসভা আসনে, এই আসনে প্রকাশের প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম)-এর পি ভি আনওয়ার। ভোটের ফল ঘোষণা হবে আগামী ২ মে। তার আগেই প্রয়াত হলেন ভি ভি প্রকাশ।
2021-04-29