নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ মঙ্গলবার বিশালগড়ের হরিশ নগর চা বাগান সংলগ্ণ এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছেএক যুবকের৷ মৃত যুবকের নাম হাবুল সবর৷বয়স ২০ বছর৷ মঙ্গলবার সাতসকালে হাবুল সবর নামে ওই যুবক অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণে বের হয়েছিল৷ কোন কিছু বুঝে ওঠার আগেই আগরতলা থেকে সাব্রুমগামী একটি রেল দ্রুত বেগে ছুটে আসে৷ তৎক্ষণাৎ হাবুল সবর রেল লাইন থেকে সরে যাওয়ার সুযোগ পায়নি৷
রেলে কাটা পড়ে হাবুল সবরের মর্মান্তিক মৃত্যু হয়৷ তার দেহ ছিন্নভিন্ন করে দিয়ে চলে যায় ট্রেনটি৷ঘটনাস্থলেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার মৃতদেহ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷প্রথমাবস্থায় যুবকের পরিচয় পাওয়া যায়নি৷দীর্ঘ কয়েক ঘণ্টা পর পুলিশ তদন্ত করে যুবকের পরিচয় পায়৷ উল্লেখ্য এই এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের৷ স্থানীয়দের অভিযোগ এই এলাকা দিয়ে তীব্র গতিতে রেল চলাচল করে৷ যার দরুন প্রতিনিয়তই রেলে কাটা পড়ে মৃত্যু হচ্ছে এলাকার মানুষের৷আরও অভিযোগ ওই এলাকাতে রেল চলাচলের সময় যদি হর্ন বাজিয়ে চলত তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না৷ সাতসকালে তরতাজা যুবকের অকাল প্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, এদিন সন্ধ্যায় যোগেন্দ্রনগর রেল স্টেশনের কাছে রেলের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ৷ পুলিশ নামধাম জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ পরপর রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘিরে বিভিন্ন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷