আমেরিকায় কোভিডে মৃত্যু ৪৫৫ জনের, ২৪ ঘন্টায় সংক্রমিত ৪৭,৪৫৬ জন

ওয়াশিংটন, ২৭ এপ্রিল (হি.স.): ধীরে ধীরে ছন্দে ফিরছে আমেরিকা, মার্কিন মুলুকে নিয়ন্ত্রণেই রয়েছে করোনা-সংক্রমণ। আমেরিকায় সমবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭,৪৫৬ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। ফলে আমেরিকায় ৩২,৮৭৫,০৪৫-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪৫৫ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার ৬১১ জনের।
মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৪৫৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩২,৮৭৫,০৪৫-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,৪৭৫,৭৮৯ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮ লক্ষ ১২ হাজার ৬৪৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *