মধুপুর হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ মধুপুর হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় কমলাসাগরবাসী৷ দীর্ঘদিনের ইচ্ছাপূরণের দিন গুনতে শুরু করেছে এলাকাবাসী কমলাসাগর বিধানসভা একমাত্র স্বাস্থ্য কেন্দ্র মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি৷ যদিও দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল এলাকার জনগণ হাসপাতালটি সিএসসি তে পরিণত করতে৷ এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিকাঠামো নিয়ে এলাকার মধ্যে খুব সৃষ্টি হয়েছিল৷

একদিকে পানীয় জলের সমস্যা নেই জেনারেটরের ব্যবস্থা বিদ্যুৎ না থাকাকালীন অবস্থায় মোমবাতি জ্বালিয়ে রোগীর চিকিৎসা করা হতো৷ কমলাসাগর বিধানসভা সব কয়টি পঞ্চায়েত মধুপুর স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল৷ এছাড়া রোগীর শয্যা সংখ্যা ছিল খুবই কম৷ কমলাসাগর বিধানসভা এলাকার জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষাকে পূরণ হতে চলেছে মধুপুর স্বাস্থ্য কেন্দ্রটি৷ তাতে গড়ে উঠেছে দ্বিতল পাকা বাড়ি এবং ২০টি শয্যা সংখ্যা বিশিষ্ট উন্নত পরিকাঠামো৷ যার নির্মাণ ব্যয় ৭ কোটি টাকা খুব দ্রুতই নির্মাণকাজ সম্পন্ন হতে চলেছে৷ যা পরিদর্শন করতে গিয়েছেন সিপাহী জলা জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা৷ তিনি আরো জানান খুব দ্রুতই নির্মাণকাজ সম্পন্ন করে উন্নত পরিষেবা পেতে চলেছে কমলাসাগরবাসী৷ যা এলাকাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে৷