26/04/2021
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): সোমবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ৩৪ টি আসনে ভোটগ্রহণ চলছে । করোনার আতঙ্কের মধ্যে সপ্তম দফায়ও ভোটের হার ভালোই । যেখানে সেখানে জনগণ ব্যাপক ভোট দিয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, দুপুর ১টা পর্যন্ত ৪৬.৩২ শতাংশ ভোটার তাঁকের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দুপুর দুপুর ১টা পর্যন্ত মুর্শিদাবাদে ৫৬.৮৪ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন । এই সময় দক্ষিণ কলকাতায় মাত্র ৩৮.৫১ শতাংশ মানুষ ভোট দিতে এসেছেন। পশ্চিম বর্ধমান জেলাও ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে এবং এখন পর্যন্ত মাত্র ৩৭.৭০ শতাংশ ভোটার তাঁকের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মালদহে ৫৩.২৩ শতাংশ এবং দক্ষিণ দিনাজপুরের ৩৯.৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

