জম্মুতে দু’টি ড্রোন লক্ষ্য করে গুলি বিএসএফ-এর, ফিরে গেল পাকিস্তানে

জম্মু, ২৪ এপ্রিল (হি.স.): ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল দু’টি পাকিস্তানি ড্রোন। দু’টি ড্রোন লক্ষ্য করে গুলি চালায় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। পরে ড্রোন দু’টি পাকিস্তানের দিকে ফিরে যায়। ড্রোন দু’টি গুলি করে নামানোর জন্য ১৫ রাউন্ড গুলি করেছিল বিএসএফ। জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরের আর্নিয়া এলাকার ঘটনা।
বিএসএফ জানিয়েছেন, শনিবার ভোর ৪.৩০ মিনিট থেকে ৪.৪৫ মিনিটের মধ্যে জাব্বওয়াল এবং বিক্রম বর্ডার আউটপোস্ট এলাকায় দু’টি পাকিস্তানি ড্রোন দেখতে পান বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ ড্রোন দু’টিকে লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালান। ১৫ রাউন্ড গুলি চালানোর পর পাকিস্তানের দিকে ফিরে যায় ড্রোন দু’টি। সাম্প্রতিক সময়ে অস্ত্র ও মাদক পৌঁছে দেওয়ার জন্য ড্রোনের ব্যবহার করছে পাকিস্তান। তাই এদিন ওই এলাকায় তল্লাশি চালানো হয়। কিন্তু, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।