মোহনপুর, ২৩ এপ্রিল৷৷ মোহনপুর পুর পরিষদের উদ্যোগে ঐরান চৌমুহনী বাজারে আজ নবনির্মিত মার্কেট স্টলের দ্বারোদঘাটন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ টুয়েপ প্রকল্পে ৯ কক্ষবিশিষ্ট এই মার্কেট স্টল নির্মাণে ব্যয় হয়েছে ২৬ লক্ষ টাকা৷ মার্কেট স্টলের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, গত এক বছরে পুর পরিষদ এলাকায় ১৫০ জনকে সেলাই মেশিন, ৩০০ জনকে পাম্পসেট বিতরণ করা হয়েছে৷ নির্মাণ করা হয়েছে ৯টি কংক্রিট রোড, ৩৫টি ইট বিছানো রাস্তা৷ মোহনপুর কালী মন্দিরকে নতুন রূপ দেওয়া হয়েছে৷ নির্মাণ করা হয়েছে মোহনপুর মোটরস্ট্যান্ড৷ শিক্ষামন্ত্রী বলেন, সোনাই নদীর উপর বেইলী ব্রিজ নির্মাণ করা হবে৷ ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে আধুনিক টাউন হল৷
৮০ লক্ষ টাকা ব্যয়ে মোহনপুর সুকলের মাঠকে আধুনিক ক্রিকেট খেলার মাঠ করা হবে৷ তুলাবাগানে অডিটরিয়াম এবং অতিথিশালা নির্মাণের কাজ চলছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহনপুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জয়লাল দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য মিঠুন চক্রবর্তী, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, শ্যামল দেবনাথ, তপন দত্ত প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পুর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ৷ স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মোহনপুর মহকুমার মহকুমা শাসক প্রসূন দে৷