23/04/2021
আগরতলা, ২৩ এপ্রিল (হি.স.) : আগুনে পুড়ে ছাই অটোতে অগ্নিদগ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় ধোয়াসার সৃষ্টি হয়েছে। পুলিশের অনুমান, দুস্কৃতিকারীরা তাকে খুন করে অটোতে আগুন ধরিয়ে দিয়েছে। ধলাই জেলায় লংতরাই ভ্যালি মহকুমায় মনু থানাধীন জয়রাম পাড়া এলাকায় অটো চালক বাসু মালাকারর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ জয়রাম পাড়ায় স্থানীয় জনগণ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পান। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া অটোতে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে মনু থানায় খবর দেওয়া হয় এবং খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশের কথায়, আমবাসা টিআরটিসি পাড়ার বাসিন্দা বাসু মালাকার গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আমবাসা থানায় তার পরিবার গতকালই নিখোজ ডায়েরি লিপিবদ্ধ করেছে। আজ তার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, দুস্কৃতিকারীরা তাকে খুন করে অটোতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। নির্জন পাহাড়ি এলাকা হওয়ায় কেউ বিষয়টি টের পাননি।
2021-04-23