লকডাউনের মধ্যেই বাংলাদেশে খুলছে শপিংমল ও দোকান

23/04/2021

ঢাকা, ২৩ এপ্রিল (হি. স.) : বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। কিন্তু তার মধ্যেই শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী ২৫ এপ্রিল রবিবার থেকে শপিংমল ও দোকানপাট খোলা যাবে বলে শুক্রবার মন্ত্রিপরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বাংলাদেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সেই দ্বিতীয় ঢেউ রুখতে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন জারির পথে হেঁটেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা করেছে সরকার। সরকারি-বেসরকারি অফিস বন্ধের পাশাপাশি গণপরিবহণও বন্ধ রয়েছে।  শুধুমাত্র শিল্প ও ব্যাঙ্কিংক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে শপিং মল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখলে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বেন বলে আশঙ্কাপ্রকাশ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের শীর্ষ মহলের কাছে দাবি জানিয়েছিল ব্যবসায়ীদের একাধিক সংগঠন। চাপের মুখে পড়ে ইদের আগেই লকডাউন শিথিলের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা দেশের সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওয়াবদুল কাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *