নয়াদিল্লি ও মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলায় বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লেগে প্রাণ হারিয়েছেন ১৩ জন করোনা-রোগী। শুক্রবার ভোররাত তিনটে নাগাদ পালঘর জেলার ভাসাই ভিরার পৌরনিগম এলাকার ভিরারে (মুম্বই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে) অবস্থিত বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে আগুন লাগে। হাসপাতালে আগুনে রোগীদের মৃত্যুতে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “ভিরারে কোভিড-১৯ হাসপাতালের অগ্নিকাণ্ড বিয়োগান্তক। প্রিয়জনকে যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতদের আরোগ্য কামনা করছি।”
প্রতিরক্ষা মন্ত্রী : কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন, “মহারাষ্ট্রের পালঘরে হাসপাতালে আগুনে প্রাণহানির ঘটনায় দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
মহারাষ্ট্রের মন্ত্রী : ভিরার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “অনেক বড় দুর্ঘটনা। দোষীদের রেয়াত করা হবে না। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা দিয়ে আর্থিক সহায়তা করবে সরকার।”
শুক্রবার ভোররাত তিনটে নাগাদ পালঘর জেলার ভাসাই ভিরার পৌরনিগম এলাকার ভিরারে (মুম্বই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে) অবস্থিত বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে আগুন লাগে। চার-তলা বেসরকারি ওই হাসপাতালের দো-তলায় আইসিইউ-তে আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে সময় আগুন লাগে তখন আইসিইউ-তে মোট ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, তাঁদের মধ্যে ৪ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে, আগুনে মৃত্যু হয়েছে ১৩ জন কোভিড-রোগীর। দমকল কর্মীদের প্রচেষ্টায় সকাল ৫.২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের আধিকারিক ডাঃ দিলীপ শাহ জানিয়েছেন, “শুক্রবার ভোররাত তিনটে নাগাদ আইসিইউ-তে আগুন লেগে মৃত্যু হয়েছে ১৩ জন করোনা-রোগীর। মোট ২১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”