বিশ্ব যুব বক্সিং চাম্পিয়নশিপে ভারতীয় মহিলা বক্সারদের জয় সাতটি স্বর্ণপদক

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স) : ভারতীয় মহিলা বক্সাররা এবার এক ইতিহাস তৈরি করল। পোল্যান্ডে আয়োজিত ২০২১ সালের এআইবিএ যুব পুরুষ ও মহিলা বিশ্ব যুব বক্সিং চাম্পিয়নশিপ মোট সাতটি স্বর্ণপদক জয় করল। বৃহস্পতিবার ফাইনাল প্রতিযোগিতা মহিলা বক্সার গীতিকা(৪৮ কিলোগ্রাম), নৌরম চানু(৫১ কিলোগ্রাম), পুমন(৫৭কিলোগ্রাম), বিঙ্কা(৬০কিলোগ্রাম), অরুন্ধতী চৌধুরী(৬৯কিলোগ্রাম), টি সনমাচা চানু(৭৫কিলোগ্রাম) এবং আলফিয়া পাঠান(৮১কিলোগ্রাম) বিভাগে জয় হাসিল করলেন। এর আগে গৌহাটিতে ২০১৭ সালে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলারা পাঁচটি স্বর্ণপদক জয় করেছিল। ইম্ফলে মেরিকম একাডেমির বক্সারদেব প্রশিক্ষণ দেওয়া এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে সনমাচা চানু কাজাকাস্তানের বক্সারকে ফাইনালে ৫-০ গেমে  পরাস্ত করে। আবার মহারাষ্ট্রের আলফিয়া পাঠান ইউরোপীয় যুব চ্যাম্পিয়নকে ৫-০ গেমে  হারিয়ে করে স্বর্ণপদক জয় করে। আর হরিয়ানার বক্সার গীতিকা দুবারের ইউরোপীয় চ্যাম্পিয়নকে ফাইনালে হারিয়ে ৪৮ কিলোগ্রাম বিভাগে  স্বর্ণপদক জয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *