রাজ্যের পৃথক জায়গায় দুই মহিলার সহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া/ আমবাসা/ লংতরাইভ্যালী, ২১ এপ্রিল৷৷ নিখোঁজ হওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ বুধবার সাতসকালে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার বিকাল তিনটা থেকে রাজু সরকার নামে এক যুবক নিখোজ হয়েছিলো৷ মঙ্গলবার রাতে পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় বিষয়টি জানানো হয়৷৷ বুধবার সাতসকালে তেলিয়ামুড়া থানার পুলিশ নিখোঁজ হওয়া রাজু সরকারের মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়ির পাশের ধান ক্ষেতের ঝোপ থেকে৷ এলাকাবাসীদের বক্তব্যে জানা যায় রাজু সরকার প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ তবে এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে৷


এদিকে, নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজার সংলগ্ণ এলাকায়৷ ঘটনা বুধবার সকালে৷তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজার সংলগ্ণ এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথের স্ত্রী মালতি দেবনাথ পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে৷ তবে মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, মালতি দেবনাথকে তার স্বামী সন্তোষ এবং ছেলে শাকিল সহ তার শ্বশুরবাড়ির লোকজন মিলে খুন করেছে৷ মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, মালতি এবং তার স্বামী সন্তোষের মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ লেগেই থাকতো৷ আগরতলার যোগেন্দ্র নগরস্থিত বর্মন টিলা এলাকার বাসিন্দা মৃতার বাপের বাড়ির লোকজনদের আরও অভিযোগ তার ছেলে শাকিল তার মাকে প্রায়শই মারধর করতো বাইক কিনে দেওয়ার জন্য৷ তাছাড়া শাকিল সবসময় ড্রাগসের নেশায় আসক্ত থাকে৷ পরিবারে এই বিষয়গুলি নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনদের৷মঙ্গলবারও নাকি স্বামী স্ত্রীর মধ্যে কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল৷ অবশেষে বুধবার সকাল আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ ঘুম ভেঙ্গেই ছেলে এবং স্বামী মালতির ঝুলন্ত মৃতদেহ প্রত্যক্ষ করে৷ ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া থানায় এবং মৃতার বাপের বাড়িতে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশ আসার আগেই ঝুলন্ত মৃতদেহ টিকে নামিয়ে নেওয়া হয়৷ পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ এখন পুলিশের তদন্তের পরই বেরিয়ে আসবে আসল রহস্য ,এটি খুন নাকি আত্মহত্যা৷


আমবাসা সংযোজনঃ ধলাই জেলার কমলপুরের চলুবাড়ি পঞ্চায়েতের সাঁওতাল পাড়ায় ঝিল থেকে জল আনতে গিয়ে পা পিছলে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷বাধিনী সাঁওতাল (৩৮) নামে এক গৃহবধূ ঝিল থেকে বালতি নিয়ে জল তুলতে গিয়ে পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাতের ফলে মৃত্যু হল৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ কমলপুর থানার অন্তর্গত চলুবাড়ি পঞ্চায়েতের সাঁওতাল পাড়ায়৷ স্বামীর নাম প্রমোদ সাঁওতাল৷ সে পেশায় দিনমজুর৷ উনার ১২ বছর ও ৪ বছরের দুই ছেলে রয়েছে৷
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ বাড়ির পাশে ঝিল থেকে বালতি দিয়ে জল তুলে এনে টিলার উপরে উঠতে গেলে পিছলে পড়ে মাথায় আঘাত পান গৃহবধূ৷ গৃহবধূকে গুরুতর অবস্থায় রাত সাড়ে সাতটা নাগাদ কমলপুর বিমল সিংহ হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ওই মহিলার মৃতদেহ বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর উনার পরিবারের হাতে তুলে দেয় কমলপুর থানার পুলিশ৷ এই ঘটনায় চলুবাড়ি পঞ্চায়েতের সাঁওতাল পাড়ায় শোকের ছায়া নেমে আসে৷
জল তুলতে গিয়ে দুই সন্তানের মায়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকস্তব্ধ৷ বুধবার ধর্মীয় রীতিনীতি মেনে তার নিজ বাড়ি এলাকায় তার মৃতদেহ সৎকার করা হয়
আগরতলা সংযোজন ঃ এডি নগর থানার অন্তর্গত কবিরাজ টিলা এলাকায় নিজ বাড়িতে ফাসিতে আত্মহত্যা করেছে এক ব্যক্তি৷ তার কাছ থেকে একটি চাঞ্চল্যকর সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷


বুধবার সকালে রাজধানীর আগরতলা শহর সংলগ্ণ এডি নগর থানার অন্তর্গত কবিরাজ টিলা এলাকায় নিজ বাড়িতে ফাসিতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে ওই ব্যক্তি৷ আত্মঘাতী ব্যক্তির নাম তরুণ বণিক৷ জানা যায় তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে৷ পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আশ্রিত৷ উদ্ধার করা সুইসাইড নোটে সে লিখে গেছে তার ছেলে মেয়েদের সঙ্গে ফোনেও কথা বলতে দেওয়া হচ্ছে না৷ তার এই মৃত্যুর জন্য সে তার শশুর শাশুড়ী সহ শ্বশুরবাড়ির লোকজনদের দায়ী করেছে৷ বুধবার সকালে খবর পেয়ে তার স্ত্রী বাড়িতে ছুটে আসে৷ স্ত্রী নাম চম্পা সরকার বণিক৷ সুইসাইড নোট সম্পর্কিত বিষয়ে জানতে চাওয়া হলে সে জানায় তার ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিল স্বামী৷ আকন্ঠ মদ্যপান করে বাড়িতে আসত৷ ছেলে মেয়েদের মুখে ঠিকমতো আহার তুলে দেওয়া সম্ভব হতো না৷ গৃহ কতটি গৃহপরিচারিকার কাজ করেও সংসার চালানোর চেষ্টা করে৷ কিন্তু কিছুতেই স্বামীকে পথে আনা সম্ভব হয়নি৷ নির্যাতন সহ্য করতে না পেরে গত এক সপ্তাহ আগে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূ চাম্পা সরকার বলে বনকুমারি বাপের বাড়িতে আশ্রয় নেয়৷ এর মধ্যেই তার স্বামী ফাঁসিতে আত্মহত্যা করে৷


ঘটনার খবর পেয়ে এ ডি নগর থানার পুলিশ ছুটে আসে৷ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য নাম তরুণ বণিক মৃত ব্যক্তির কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয় সুইসাইড নোটে উল্লেখ করা হয় তরুণ বণিকের মৃত্যুর জন্য দায়ী তার শশুর শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজন৷
লংতরাইভ্যালী সংযোজনঃ লংতরাইভ্যালীর কাঞ্চনছড়া এলাকায় নীপু মালাকর নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তার বাড়ি কুমারঘাটের নতুন বাজারে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে৷ তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখন স্পষ্ট হয়নি৷