কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : ১৮ বছরের ঊর্ধ্বে করোনার টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হবে ২৪ এপ্রিল। বৃহস্পতিবার একথা জানিয়েছেন ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্জিকিউটিভ অফিসার আরএস শর্মা। কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ অ্যাপ্লিকেশন বা পোর্টালের মাধ্যমে এই নাম নথিভুক্ত করা যাবে।
১৬ জানুয়ারি শুরু হওয়া টিকাকরণের প্রথম দফায় টিকা পেয়েছেন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধারা। দ্বিতীয় দফায় ৪৫ বছরের বেশি বয়সিরা টিকা পাচ্ছেন। ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে তৃতীয় দফায়।
শর্মা বলেন, ‘‘১৮ বছরের বেশি বয়সি সবাই টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন কোউইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ২৪ এপ্রিল থেকে শুরু হবে এই নথিভুক্তিকরণ। টিকাকরণ প্রক্রিয়া ও টিকা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র একই থাকবে।’’
সোমবারে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, শুধু মাত্র ১৮ বছরের কম বয়সিরা টিকা নিতে পারবেন না। সরকারি হাসপাতালে টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে বেসরকারি হাসপাতাল এবং অন্য টিকা কেন্দ্র থেকে টিকা নিতে হবে নিজের খরচে।