টিটিএডিসির সিইএম হচ্ছেন পূর্ণ চন্দ্র জমাতিয়া, চেয়ারম্যান জগদীশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ এডিসির মুখ্য নির্বাহী সদস্য (সিইএম) হিসেবে দায়িত্ব পাচ্ছেন পূর্ণ চন্দ্র জমাতিয়া৷ অন্যদিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন জগদীশ দেববর্মা৷ রবিবার তিপ্রা মোথার চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই কথা জানিয়েছেন৷ তিনি বলেন, তিনি সিইএম হিসেবে দায়িত্ব নেবেন না বরং কাউন্সিলের যুবকদেরকে জনগণের পক্ষে কাজ করার জন্য দায়িত্ব দেবেন৷


তিনি বলেন, নির্বাচনে আমরা লড়াই করেছি এবং জনগণ তিপ্রা মোথাকে ভোট দিয়েছে৷ এখন, আমাদের ‘গ্রেটার টিপরল্যান্ড’ লক্ষ্যটি ভুলে যাওয়া উচিত নয়৷ যুবকরা জনগণের পক্ষে কাজ করবে, আমি জনগণের স্বার্থে কাজ করব৷ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আগামী ২০ এপ্রিল কাউন্সিল গঠিত হবে৷ চেয়ারম্যানের দায়িত্ব জগদীশ দেববর্মাকে এবং সিইএমের দায়িত্ব দেওয়া হবে কিল্লা-বাগমা আসনের নির্বাচিত প্রার্থী পূর্ণ চন্দ্র জামাতিয়াকে৷


বহু বছরে এই প্রথমবারের মতো জামাতিয়া সম্প্রদায়ের কোনও ব্যক্তি জেলা পরিষদে মুখ্য নির্বাহী সদস্য (সিইএম) হবেন৷ এটি একটি বার্তা দেবে যে তিপ্রা মোথার দ্বারা সমস্ত সম্প্রদায়কে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে, বললেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন৷
এদিকে আরও জানা গেছে, নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে কমল কালাই, চিত্রাঙ্গন দেববর্মা, অনিমেষ দেববর্মা, রুনাইল দেববর্মার বিভিন্ন দপ্তরের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আগামীকাল জেলা পরিষদে শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং তিপ্রা মোথা ও আইএনপিটি-র নির্বাচিত ১৮ জন সদস্য শপথ গ্রহণ করবেন৷