কলকাতা,১৮ এপ্রিল ( হি স): বিধানসভা ভোট নিয়ে উত্তেজনা চরমে রাজ্য জুড়ে । এরই মাঝে বেড়েই চলেছে বিজেপি তৃণমূল তরজা । তারই মাঝে রবিবার ফের বিজেপির বিরুদ্ধে এক হাত নিয়ে ‘প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব পালন না করাতেই দেশের করোনা পরিস্থিতি এত খারাপ’ মন্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
একদিকে শনিবার ছিল পঞ্চম দফার ভোট। আর তারই মাঝে রবিবার ঢাকুরিয়া থেকে রোড শো করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ বিজেপির বজ্জাতরা ৷ বজ্জাত কোনও গালাগালি না। বজ্জাত মানে বদমাশ ৷ প্রধানমন্ত্রীর নিজের দায়িত্ব পালন না করাতেই দেশের করোনা পরিস্থিতি এত খারাপ’।