রায়পুর, ১৮ এপ্রিল(হি.স.) : ছত্তিশগড়ের রায়পুরের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । রবিবার তিনি টুইটারে ঘটনার দুঃখপ্রকাশ করে লিখেছেন, রায়পুরের হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি স্বজন হারানোর বেদনায় সমব্যথী। তিনি মৃতদের পরিবারের এই সংকটময় সময়ে ছত্তিশগড় সরকারকে পাশে দাঁড়ানোর আবেদনও জানিয়েছেন।
প্রসঙ্গত, শনিবার সন্ধে নাগাদ রায়পুরের কোভিড হাসপাতালটিতে আগুন লেগে অন্তত ৫ জন করোনা রোগী মারা যান। ওই হাসপাতালে ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সারকিটের কারণেই ওই অগ্নিকাণ্ড। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।