নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ সিধাই থানা এলাকার মোহনপুরের মহাদেব পাড়ায় প্রতিবেশী যুবকের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছে এক ব্যক্তি৷প্রতিবেশী যুবকের মারে রক্তাক্ত ব্যক্তির নাম বিবেকানন্দ সরকার৷ ঘটনা শুক্রবার রাতে মোহনপুরের মহাদেব পাড়াতে৷
আহত ব্যক্তি বর্তমানে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷ আহত ব্যাক্তি নিজেই জানায় প্রতিদিনকার মত কাজ সেরে শুক্রবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ বাড়ি ফেরার পথে পাড়ারই বিকাশ সরকার নামে এক যুবক তার পথ আটকে মারতে থাকে৷ইট দিয়ে বিবেকানন্দ সরকারের মাথায় আঘাত করে৷তাতে রক্তাক্ত অবস্থায় জ্ঞানহীন হয়ে রাস্তার পাশে পড়ে থাকলে স্থানীয় লোকজনরা তাকে নিয়ে আসে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে৷