নয়াদিল্লি, ১৮ এপ্রিল(হি.স.) : কুম্ভ মেলা থেকে ফেরত পুণ্যার্থীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকার নির্দেশ জারি করল দিল্লির কেজরিওয়াল সরকার। দিল্লি সরকার এক নির্দেশনামা জারি করে বলেছে, সমস্ত দিল্লির নাগরিক, যাঁরা হরিদ্বারের কুম্ভ মেলা থেকে ফিরে আসবেন তাদের প্রত্যেককে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনামা জারি করা হয়েছে।
দিল্লির মুখ্য সচিব বিজয় দেব এই নির্দেশনামা জারি করে জানিয়েছেন, গত ৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দিল্লি বাসিন্দাদের মধ্যে যাঁরা কুম্ভ গিয়েছিলেন, তাদের সমস্ত বিবরণ দিল্লি সরকারের ওয়েবসাইটে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। এমনকি যারা ১৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে কুম্ভ যাবেন, তাঁরাও দিল্লি ত্যাগ করার আগে সমস্ত বিবরণ জানাতে হবে। এ থেকে সমস্ত কুম্ভ মেলা দর্শনার্থীদের সনাক্ত করা সম্ভব হবে বলে জানা গিয়েছে।