ভোট গণনার আগেই সিপিএম অশান্তি সৃষ্টি করছে : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ শুক্রবার বিজেপির রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্জি দাবি করেছেন যে কয়েকটি বিরোধী রাজনৈতিক দল, বিশেষত সিপিআইএম গণনার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে৷


শুক্রবার সন্ধ্যায় এখানে বিজেপি রাজ্য সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখে শ্রীভট্টাচার্জি বলেছেন যে বিজেপি রাজ্য নেতারা গণনার দিন রাজ্যের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সমস্ত দলীয় কর্মীদের নির্দেশনা দিয়েছে৷ সতর্ক করা হয় যাতে কোন ধরনের প্ররোচনার ফাঁদে পা না দেন৷
সিপিআইএম নেতারা এক সংবাদ সম্মেলনে তাদের কর্মীদের ইঙ্গিত দিয়েছেন শনিবার গণনার আগে আতঙ্ক ও বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে৷ সে অনুযায়ী সিপিআইএমের দলীয় কর্মীরা রাজ্যের অন্যান্য অংশের সাথে সিধাইতে বিশৃঙ্খলা পরিস্থিতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন নবেন্দু ভট্টাচার্য্য৷


মুখপাত্র বলেছেন, তিপ্রা মোথার চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর সিধাইয়ে গিয়েছিলেন৷ সিপিআইএম সর্বদা পিছনের দরজা দিয়ে প্রবেশ করে সদ্য গঠিত রাজনৈতিক দলগুলিকে সমর্থন করে আসছে৷ রাজ্যের লোকেরা তাদের অপছন্দ করে৷ তবে এই কমিউনিস্ট নেতারা একটি নতুন গঠিত রাজনৈতিক দল অর্থাৎ তিপ্রা মোথাকে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে একটি অশান্তির পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন৷


নবেন্দু ভট্টাচার্জি বলেছেন, বিজেপির কর্মীরা রাজ্যজুড়ে যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তবে গণনার আগে সিপিআইএম রাজ্যে বিরাজমান শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্নিত করার জন্য অশান্তি তৈরি করছে৷ বিজেপি বিশ্বাস করে যে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত সিপিআইএম কর্তৃক সহিংসতার বিস্তারকে নিয়ন্ত্রণে রাখতে সাধারণ ও পুলিশ প্রশাসন অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে৷ তিনি আরও বলেন, কমিউনিস্টরা হত্যা-সন্ত্রাসবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়৷