রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা নতুন সংক্রমিত ৩৭ জন

আগরতলা, ৮ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় অনেকটা বেড়ে ৩৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১১৬ জন৷ নিঃসন্দেহে ত্রিপুরার জন্য তা অশনি সংকেত, অকপটে একথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তবে, অন্য রাজ্যের তুলনায় ত্রিপুরা অনেকটাই ভাল অবস্থায় রয়েছে৷


আজ সন্ধ্যায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ এ-বিষয়ে এক তথ্য তুলে তিনি জানান, ২৮ মার্চ একজন-ও করোনা আক্রান্ত পাওয়া যায়নি৷ তখন সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪৭৷ যা গত ২৪ ঘন্টায় ৩৭ জন করোনা আক্রান্ত নিয়ে সক্রিয় রোগীর সংখ্যা ১১৬৷ তাঁর কথায়, দেশের বিভিন্ন রাজ্যে করোনার বাড়বাড়ন্তএ কোথাও লক ডাউন, নৈশ কালীন কারফিউ জারি করা হয়েছে৷ তিনি বলেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, গুজরাট, ওডিশা, রাজস্থান, তামিলনাড়ুতে করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ হিসেবে লকডাউন এবং নৈশকালীন কারফিউর মত পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ফলে, বিদ্যালয়ে পঠন-পাঠনও অধিকাংশ বন্ধ রেখেছে রাজ্যগুলি৷


আজ স্বাস্থ দফতরের মিডিয়া বুলেটিন-এ দেখা গেছে, গত ২৪ ঘন্টায় মোট ১৫১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে ৩৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ এদিকে, ৮ জনের আজ করোনা টেস্ট-র রিপোর্ট নেগেটিভ এসেছে৷ ফলে, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.১৮ শতাংশ৷ আক্রান্তের নিরিখে রাজ্যে সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ৷