নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয় চতুর্থ ডিপিআর এর জন্য রাজ্যকে কেন্দ্রীয় সহায়তার ৫,৬৬১.৬০ লক্ষ টাকা অনুমোদন করেছে৷ গত ২৬ মার্চ আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রনালয় কেন্দ্রীয় সহায়তার এই অর্থ রিলিজ করেছে৷ নগর উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়ে বলেন, ৪টি ডিপিআর মিলে রাজ্য মোট ৮০,৫৪৪ টি গৃহ নির্মাণের অনুমোদন পেয়েছে৷ যার মধ্যে ৪১,৬৮০টি গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে৷
নগর উন্নয়ন দপ্তর আরও ৬,৭৮৩টি নতুন গৃহ নির্মাণের প্রস্তাব সম্পতি আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রনালয়ের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুুষ্ঠ ও দ্রত বাস্তবায়ণের জন্য ত্রিপুরা উত্তর পূর্বা’ল ও পাহাড়ী রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে৷ এজন্য প্রধানমন্ত্রী ১ জানুয়ারি, ২০২১ তারিখে রাজ্যকে পুরস্ক’ত করেছেন৷ বর্তমানে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রনালয় পিএমএওয়াই পুরস্কার, ২০২১ এর জন্য ১০০ দিনের প্রতিযোগিতা শীর্ষক কর্মসূচির সূচনা করেছে যা চলবে ৮ মার্চ, ২০২১ থেকে ২০ জন, ২০২১ পর্যন্ত৷ এই কর্মসূচিতে শ্রেষ্ঠ রাজ্য/পুরনিগম/পুর পরিষদ/ নগর প’ায়েত ও সুুবিধাভোগীদেরকে পুরস্ক’ত করা হবে৷

