শহিদ জওয়ান শম্ভু রায়ের মরদেহ পৌঁছতেই সর্বত্র শোকের ছায়া, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

আগরতলা, ৬ এপ্রিল (হি.স.) : শহিদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়ের মরদেহ আজ সোমবার আগরতলায় এসে পৌঁছেছে৷ এমবিবি বিমানবন্দরে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক ডা. দিলীপ দাস সহ সিআরপিএফ-এর পদস্থ আধিকারিকরা৷ সেখান থেকে তাঁর মরদেহ ধর্মনগরের ভাগ্যপুরে অবস্থিত নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে৷ রাষ্ট্রীয় মর্যাদায় সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ জওয়ানের মরদেহ ত্রিপুরায় পৌঁছলে শোকের ছায়া আরও গভীর হয়েছে৷
এদিন এমবিবি বিমানবন্দরে শহিদ শম্ভু রায়ের মরদেহ পৌঁছনোর পর সিআরপিএফ জওয়ানরা তাঁকে গান স্যালুট দেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা তাঁকে পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷


সিআরপিএফ-এর আইজি বলেন, জওয়ান শম্ভু রায়ের শহিদ হওয়ার ঘটনায় সমবেদনা জানাচ্ছি৷ তিনি বলেন, শম্ভু রায় ২১০ কোবরা বাহিনীতে কর্মরত ছিলেন৷ গত রবিবার ছত্তিশগড়ের বিজাপুর সুকমা এলাকায় নকশালিদের বিরুদ্ধে পুলিশের সাথে যৌথ অভিযানে বেরিয়েছিল সিআরপিএফ৷ সেখানেই নকশালিদের আক্রমণে প্রাণ হারিয়েছেন জওয়ান শম্ভু রায়৷ ওইদিন আরও ২২ জন জওয়ান দেশের সেবায় সর্বোচ্চ বলিদান দিয়েছেন৷ তিনি বলেন, আজ শহিদ জওয়ান শম্ভু রায়ের মরদেহ ত্রিপুরায় এসেছে৷ তাঁর আত্মার চির শান্তি কামনা করি৷


আজ শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, মাতৃভূমি এবং আমাদের রক্ষায় জীবন বলিদান দিয়েছেন সিআরপিএফ জওয়ান শম্ভু রায়৷ তাঁকে নতমস্তকে প্রণাম জানাই৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মৃত্যু বরাবরই দুঃখ বয়ে আনে৷ কিন্তু শম্ভু রায়ের বীরগতি প্রাপ্তি আমাদের গর্বিত করেছে৷ পুরো দেশ আজ তাঁর জন্য গর্বিত৷ সাংসদ প্রতিমা আজ শহিদ জওয়ানের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন৷ তিনি বলেন, জওয়ানদের বলিদান এভাবে বৃথা যাবে না৷ নকশালিদের বিরুদ্ধে লড়াই এখন আরও তীব্র হবে৷


এদিন বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, নকশালিদের বর্বরতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি৷ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, উগ্রবাদ সমূলে উৎখাত করুন৷ আজ তিনি শহিদ জওয়ানের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানিয়েছেন৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনিও৷