কলকাতা, ৬ এপ্রিল (হি. স.) : তৃণমূল ও বিজেপি-র ভূমিকা নিয়ে মঙ্গলবার টুইটে একপ্রস্থ তর্ক হয়ে গেল রাজ্যের সদ্যপ্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের মধ্যে।
পার্থবাবু টুইটে লিখেছেন, “বহিরাগত বিজেপি-র বক্তব্য বাংলার নাকি “বিজেপি মডেল” চাই! অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ঘুম ছুটেছে বিজেপির। আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। জয়ী হবেন।”
অন্যদিকে, তথাগতবাবু টুইটে লিখেছেন, “মাননীয়া বলেছেন বিজেপি নাকি ছদ্মবেশী দানব, বাংলাকে রক্ষা করার দায়িত্ব বর্তেছে তাঁর উপর। মাননীয়ার চোখে বিজেপি তো দানব অবশ্যই, তাঁর আর ভাইপোশ্রীর তোলাবাজি-কাটমানির সোনার সংসার ছারখার করে দিতেই আবির্ভাব। কিন্তু ‘ছদ্মবেশী’ কেন ? বিজেপি আর যাই করুক তাঁর মতো ভণ্ডামি তো করে না