শহীদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়-র মরদেহ ত্রিপুরায় এসেছে, বিমান বন্দর-এ জানানো হল শ্রদ্ধা

আগরতলা, ৬ এপ্রিল (হি. স.) : শহীদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়-র মরদেহ আজ আগরতলায় এসে পৌছেছে। এমবিবি বিমান বন্দরে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক ডা: দিলীপ দাস সহ সিআরপিএফ-র পদস্থ আধিকারিক-রা। সেখান থেকে তাঁর মরদেহ ধর্মনগর-র ভাগ্যপুর স্থিত নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জওয়ান-র মরদেহ ত্রিপুরায় পৌছাতেই শোকের ছায়া আরও গভীর হয়েছে।

এদিন এমবিবি বিমান বন্দরে শহীদের দেহ পৌছানোর পর সি আর পি এফ জওয়ানরা তাঁকে গান স্যালুট দেন। সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য-রা তাকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

এদিন সিআরপিএফ-র আইজি বলেন, জওয়ান শম্ভু রায়-র শহীদ হওয়ার ঘটনায় সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, শম্ভু রায় ২১০ কোবরা বাহিনী-তে কর্মরত ছিলেন। গত রবিবার ছত্তিসগড়-এ বিজাপুর সুকমা এলাকায় নকশালী-দের বিরুদ্ধে পুলিশের সাথে যৌথ অভিযানে বেরিয়েছিল সিআরপিএফ। সেখানেই নকশালী-দের আক্রমনে প্রাণ হারিয়েছেন জওয়ান শম্ভু রায়। ওইদিন আরও ২২ জন জওয়ান দেশের সেবায় সর্বোচ্চ বলিদান দিয়েছেন। তিনি বলেন, আজ শহীদ জওয়ান শম্ভু রায়-র মরদেহ ত্রিপুরায় এসেছে। তাঁর আত্মার চির শান্তি কামনা করি।

আজ শহীদ জওয়ান-র প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, মাতৃভূমি এবং আমাদের রক্ষায় জীবন বলিদান দিয়েছেন সিআরপিএফ জওয়ান শম্ভু রায়। তাঁকে নতমস্তকে প্রণাম জানাই। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। তিনি বলেন, মৃত্যু বরাবরই দুঃখ বয়ে আনে। কিন্ত, শম্ভু রায়-র বীরগতি প্রাপ্তি আমাদের গর্বিত করেছে। পুরো দেশ আজ তাঁর জন্য গর্বিত। সাংসদ প্রতিমা আজ শহীদ জওয়ান-র পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, জওয়ানদের বলিদান এভাবে বৃথা যাবে না। নকশালী-দের বিরুদ্ধে লড়াই এখন আরো তীব্র হবে।

এদিন বিধায়ক ডা: দিলীপ দাস বলেন, নকশালী-দের বর্বরতা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, উগ্রবাদ সমূলে উত্খাত করুন। আজ তিনি শহীদ জওয়ান-র প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *