নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ এপ্রিল৷৷ ট্রান্সফরমারের সংস্পর্শে এসে ৪ বছর বয়সি এক শিশুর হাত সম্পূর্ণ ঝলসে যায়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকায় মঙ্গলবার দুপুরে৷ ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যুৎ নিগমের উদাসীনতায় ৪ বছরের শিশু বিপদাগ্রস্ত৷ আহত শিশুর নাম সুলতান মিয়া(৪)৷ আহত শিশু সুলতান মিয়া কে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাও করানো হয় তার পরিবারের পক্ষ থেকে৷
যদিও পরিবারটি অর্থনৈতিকভাবে অস্বচ্ছলত থাকার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও করাতে পারছ না আহত শিশুর পরিবার৷ এদিকে এই খবর পেয়ে ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি জোটের প্রার্থী গীতা দেববর্মা আহত শিশুকে দেখতে তার বাড়িতে ছুটে যান৷ পরবর্তী সময়ে আহত ৪ বছরের শিশু সুলতান মিয়া চিকিৎসার ব্যাপারে প্রার্থী গীতা দেববর্মা অর্থনৈতিক ভাবে নগদ দুই হাজার টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ কিন্তু বিদ্যুতের ট্রান্সফরমারের সংস্পর্শে এসে শিশুটি আহত হয়ে ৩ দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ নিগমের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেবার প্রয়োজনটুকুও মনে করেনি৷

