তাইপেই, ২ এপ্রিল (হি.স.): পূর্ব তাইওয়ানে সুড়ঙ্গের ভিতরে লাইনচ্যুত হয়ে গেল একটি ট্রেন। শুক্রবারের এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬ জনের, এছাড়াও ৭২ জন আহত হয়েছেন। শুক্রবার একটি ট্রাককে ধাক্কা মারার পর সুড়ঙ্গের ভিতরেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। তাইতুং অভিমুখে যাচ্ছিল ট্রেনটি, হুয়ালিয়েনের উত্তরে ট্রাকে ধাক্কা মারার পর সুড়ঙ্গের ভিতরে ট্রেনটি বেলাইন হয়ে যায়। ট্রেনের বেশ কয়েকটি বগি সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা খায়।
তাইওয়ানের পর্যটন মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৭২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। ট্রেনের প্রথম চারটি বগি থেকে ৮০-১০০ জনকে উদ্ধার করা হয়। পঞ্চম থেকে অষ্টম বগি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
2021-04-02

