কলকাতা, ৩১ মার্চ (হি.স.): বৃহস্পতিতে বঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি জেলার ৩০টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। যে চারটি জেলায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে সেই জেলাগুলি হল-বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। বাঁকুড়ার তালড্যাংড়া, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখীতে বৃহস্পতিবার ভোটগ্রহণ। ১ এপ্রিলই ভোটগ্রহণ হবে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম এবং চণ্ডীপুর আসনে। দ্বিতীয় দফার ভোটে সবথেকে বেশি নজরে থাকবে নন্দীগ্রাম আসন, হাইভোল্টেজ এই আসন থেকে লড়ছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফায় ভোট হবে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা ও কেশপুর আসনে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথর প্রতিমা, কাকদ্বীপ ও সাগরে দ্বিতীয় দফায় ভোট।
দ্বিতীয় দফার ভোটে ‘হট সিট’ নন্দীগ্রামের দিকেই সবথেকে বেশি নজর থাকবে। তাই চিন্তাও বাড়ছে নির্বাচন কমিশনের। অশান্তির আশঙ্কা তৈরি হলে প্রয়োজনে গোটা নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করে ভোট করানোর ভাবনাও রয়েছে কমিশনের। নন্দীগ্রামে বুথের সংখ্যা ৩৫৫টি। এই কেন্দ্রের নিরাপত্তার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা প্রায় ১৬০০ জন জওয়ানকে মোতায়েন করার পরিকল্পনা করেছে কমিশন। এ ছাড়াও থাকবে রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন সূত্রের খবর, দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি জেলার ৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণের জন্য মোতায়েন থাকবে ৮০০ কোম্পানি বাহিনী।