মুম্বই, ৩১ মার্চ (হি.স.): মাদক মামলায় অবশেষে গ্রেফতারই করা হল অভিনেতা এজাজ খানকে। মাদক মামলায় দীর্ঘ ৮ ঘন্টা ধরে জেরা করার পর এজাজ খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মঙ্গলবারই মুম্বই এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছিল এই বলিউড অভিনেতা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগীকে। পাশাপাশি মুম্বইয়ের দু’টি পৃথক জায়গায় তল্লাশিও চালায় এনসিবি।
আটক করার পর এজাজ খানকে মাদক মামলায় জেরা করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। দীর্ঘ ৮ ঘন্টা ধরে তাঁকে জেরা করা হয়। এনসিবি সূত্রের খবর, বক্তব্যে অসঙ্গতি মেলায় অভিনেতা এজাজ খানকে গ্রেফতার করা হয়েছে।