নন্দীগ্রাম, ৩০ মার্চ (হি.স) : এবারের বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত পরিচিত শুভেন্দু অধিকারী। এছাড়া সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ও এই নির্বাচন ক্ষেত্রে অন্যতম প্রতিদ্বন্দী হিসেবে ভোট ময়দানে নেমে পড়েছেন।
একদিকে নন্দীগ্রাম আসন নিজেদের দখলে রাখার জন্য যেমন তৃণমূল কংগ্রেস মরিয়া তেমনি এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী এবার নিজের কেন্দ্রকে বিজেপির হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার এক কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন। বেশ কিছুদিন ধরে নন্দীগ্রাম কেন্দ্রের ভোট প্রচারের জন্য বিজেপি ও তৃণমূল কংগ্রেস অস্থায়ী হেলিপ্যাড বানিয়েছে। বিশেষ করে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা এখানে ভোট প্রচারে ঝড় তুলতে যাতে কোন অসুবিধা না হয়। আর পাশাপাশি রয়েছে প্রার্থীর প্রচার জনসংযোগ ও রোড শো। সব মিলিয়ে নন্দীগ্রাম আসনটি শুধু রাজ্যের নয় এখন গোটা ভারতবর্ষের নজরের কেন্দ্রবিন্দু।
একদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে যেমন হেভিওয়েট নেতারা নন্দীগ্রাম পাড়ি দিচ্ছেন তেমনি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে হুইলচেয়ারে বসে জনসংযোগ ও বিভিন্ন জনসভা করছেন। এই হইচইয়ের মাঝে এবার নীরবে প্রচার চালাচ্ছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার তার সমর্থনে নন্দীগ্রামে পা দিতে চলেছেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান তথা সিপিএম নেতা বিমান বসু।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর আমলে নন্দীগ্রামে ভূমি রক্ষা আন্দোলন শুরু হয় হয়েছিল। আর এই আন্দোলনকে ঘিরেই তৃণমূল কংগ্রেস সেসময় নন্দীগ্রামে নিজেদের জায়গা শক্ত করে এবং পরবর্তীতে এরাজ্যে নন্দীগ্রাম সিঙ্গুর সহ বেশ কয়েকটি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে। আর এই আন্দোলনে সেসময় মুখ্য ভূমিকা যিনি ছিলেন তিনি হচ্ছেন এবারের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৎকালীন সময়ে সিপিএম সরকার নন্দীগ্রাম এর জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নন্দীগ্রাম আন্দোলনের বার্তা সম্পর্কে এক বিবৃতি প্রকাশ করার পর বামফ্রন্ট তথা সিপিএম এর সমর্থকদের মধ্যে এক প্রাণ সঞ্চার করেছে। তিনি বার্তায় বলেছেন সেসময়ের কুচক্রী রা আজ দ্বিধা-বিভক্ত দ্বিধা বিভক্ত। এই বিবৃতির পর সিপিএম নেতার যো সম্পাদক ডাক্তার সূর্যকান্ত মিশ্র বলেন, নন্দীগ্রামের ঘটনার সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গভীর ষড়যন্ত্রের যে কথা বলেছিলেন, সেটাই মিলে গিয়েছে। এখন মুখ্যমন্ত্রী বলছেন, যা করার বাপ-ছেলে করেছে। আর বাপ-ছেলে বলছেন, যা করার মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু তখন তো তাঁরা একই দলে ছিলেন। আসলে এরা দুই পক্ষই গদ্দার, মানুষের সঙ্গে গদ্দারি করেছে।
মিশ্র একথাও বলেছেন, শুধু নন্দীগ্রামের ঘটনার সময় নয়, এখনও বিজেপি’র সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সহ সংবিধানের প্রস্তাবনার প্রতিটি শব্দের সঙ্গে গদ্দারি করে চলেছে। সংবিধানের মর্মকথা বিজেপি’র হাতে আক্রান্ত। একই ঘরানায় তাদের সঙ্গত দিয়ে চলেছে তৃণমূল।
এরপর নিজেদের প্রার্থীর সমর্থনে এবার প্রচারে নামছে বামফ্রন্ট বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শেষ লগ্নে তিনি নন্দীগ্রামে উপস্থিত হলেন প্রবল গরমে মিছিল করলেন নন্দীগ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত লাল পতাকা সাক্ষী করেই তার এই নিরব নিরব প্রচার সারলেন তিনি
2021-03-30