বাইক দূর্ঘটনায় নিহত যুবক আহত এক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ মার্চ৷৷ হোলির দিনে বাইক দুর্ঘটনায় প্রান হারালো এক যুবক৷ ঘটনার বিবরনে জানাযায় আজ হোলির দিনে শান্তির বাজার মহকুমার অন্তর্গত রাজাপুর ব্রীজ সংলগ্ণ বীরচন্দ্র নগর বিলোনীয়া সড়কে টি আর ০১ পি ৫৮২২ নাম্বারের বাইক ও টি আর ০৭ ডি ৮৯৯১ নাম্বারের দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷


এই সংঘর্ষের ফলে টি আর ০১ পি ৫৮২২ নাম্বারের বাইক আরোহী ঘটনাস্থলে প্রান হারায়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী জরোহয়ে শান্তির বাজার দমকল বাহীনিকে খবরদেয়৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ এর মধ্যে একজনকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে৷ অপর জনের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে৷ আহত যুবক আগরতলার ইন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানাযায়৷ আহত যুবকের নাম সুপ্রীতিম মজুমদার ( ২৫ ) পিতা সুব্রত মজুমদার৷ অপরদিকে দুর্ঘটনায় মৃত যুবকের পরিচয় জানাযায়নি৷ পুলিশ মৃত যুবকের পরিচন জানার চেষ্টা করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *