হারাঙ্গাজাও (অসম), ২৯ মার্চ (হি.স.) : হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে লখিমপুর থেকে হাইলাকান্দি যাচ্ছিল একটি বাস। কিন্তু মাঝপথে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের ডিমা হাসাও এবং কাছাড় জেলা সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের চালক।
জানা গেছে, সোমবার বেলা প্রায় ১.০০টা নাগাদ গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে যে বাসটি হাইলাকান্দির উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বাসটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বাসের চালক। এছাড়া দুর্ঘটনার ফলে বাসের ৩২ জন গৃহরক্ষী জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার পুলিশ অকুস্থলে উপস্থিত হয়ে আহত গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের উদ্ধার করে হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তবে ১৫ জন জওয়ানের শারীরিক অবস্থা গুরুতর বলে তাঁদের হাফলং সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই খবর লেখা পর্যন্ত নিহত বাসচালক ও আহত গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের নাম জানাতে পারেনি পুলিশ।