নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে করলেন নারীশক্তির জয়জয়কার। রবিবার তিনিবলেন, শিক্ষা, ব্যবসা, সামরিক শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি সর্বত্রই দেশের নারীশক্তি তাদের নিজস্ব পরিচয় দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মার্চ মাসে যখন আমরা মহিলা দিবস উদযাপন করছিলাম তখন অনেক মহিলা ক্রীড়াবিদরা সাফল্যের শিখর ছুঁয়েছেন । তার জন্য তাঁদের অভিনন্দন জানালেন মোদী। দীর্ঘ ২২ বছরের ক্রিকেট কেরিয়ারে বহু রেকর্ড গড়েছেন মিতালি রাজ। দিন কয়েক আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেন ভারতীয় ওয়ানডে দলের অধিনায়িকা। তারপরইএকমাত্র ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে সাত হাজার রান করার নজির গড়েন। মিতালির এই সাফল্যকে এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে কুর্নিশ জানান মোদী।