নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.) : আপাতত অনেকটাই স্থিতিশীল রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের তরফে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার তাঁর বাইপাস করা হতে পারে। রাষ্ট্রপতি ভবনের তরফে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিতকরা হয়েছে। ২৭ মার্চ বিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে বাইপাসের পরামর্শ দিয়েছেন। সম্ভবত ৩০ মার্চ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির অস্ত্রপচার করা হবে। এখন রাষ্ট্রপতির শরীর ভালো আছে। তাঁকে এইমসের বিশেষজ্ঞরা পর্যবেক্ষণে রেখেছেন। প্রসঙ্গত, শুক্রবার সকালে বুকে ব্যাথা নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
2021-03-28