প্যারিস মাস্টার্স-র সেমিফাইনালে সাইনা

প্যারিস,২৭ মার্চ (হি.স.): অবশেষে ফর্মে ফিরছেন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। প্যারিস মাস্টার্স প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলেন এই শাটলার। ইউএসএ-র আইরিস ওয়াংকে ২১-১৯, ১৭-২১, ২১-১৯ ফলে হারিয়ে সেমিফাইনালে ওঠেন সাইনা। এই টুর্নামেন্টের চতুর্থ বাছাই তিনি।
ইন্দোনেশিয়া মাস্টার্সের পর প্রায় ২ বছর পরে কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি। এই টুর্নামেন্টে তিনি চ্যাম্পিয়নও হন। চোট-আঘাত, খারাপ ফর্ম সবকিছু নিয়ে রীতিমতো জেরবার হয়ে পড়েন এই কিংবদন্তি। চোটের কারণে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নেন সাইনা।
অলিম্পিকের আগে সাইনার ফর্মে ফেরা রীতিমতো উৎসাহিত করবে ভারতীয় সমর্থকদের। ব্যাডমিন্টন সিঙ্গলস ইভেন্টে তাঁর ও সিন্ধুর থেকেই পদকের প্রত্যাশা করা হচ্ছে। তাই এই সময় তাঁর ফর্মে ফেরা খুশী করবে তাঁর ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *