পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৫ মার্চ৷৷ পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তা অবরোধে বসল পঞ্চরতন ভিলেজের দুযর্োধন পাড়ার মহিলারা৷ এদিন সকাল ছয়টা থেকে এলাকার মহিলারা জলের কলসী নিয়ে রাস্তা অবরোধে বসে৷


অবরোধকারিদের বক্তব্য বাম রাম কোন সরকারের আমলেই তাদের পাড়ায় পানীয় জলের ব্যবস্থা করেনি৷ এমতাবস্থায় বিশেষ করে পাড়ার মহিলারা অনেক দুর দুরন্ত থেকে জল আনতে হচ্ছে৷ ঙ্গঢছ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে শাসক দলের নেতা নেত্রীদের কাছে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ তাই আজ বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে বসে দুযর্োধন পাড়ার মহিলারা৷ অবশেষে দীর্ঘ তিন ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর দপ্তরের আধিকারিকদের আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেয়৷ এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে যাত্রী দুভর্োগ চরম আকার ধারন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *