নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন দলের অন্যতম ভরসা শ্রেয়স আইয়ার। তাই আজ বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের দলে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে বলে জানা গিয়েছে। সিরিজের শুরুতে 66 রানে ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে রয়েছে কোহলি বাহিনী। আবার দীর্ঘদিন পর দলে ঢুকেছেন নিজের জাত চিনিয়েছেন শিখর ধাওয়ান। রোহিতের সঙ্গে ওপেন করে 98 রানের ইনিংস খেলে নিজের জায়গা শক্ত করে ফেলেছেন।
তবে এদিনের ম্যাচের রোহিত শর্মার খেলা নিয়ে সামান্য ধোঁয়াশা রয়েছে। কারণ ওই দিনের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এর ফলে এ দিনের ম্যাচে বিকল্প হিসেবে দলের ঢুকতে পারেন ঋষভ পন্ত। আর সেক্ষেত্রে ধাওয়ানের সঙ্গে ওপেন করতে যাওয়ার সম্ভাবনা রাহুলের। আর উইকেটের পেছনে দাঁড়াবে ঋষভ পান্ত। আবার এদিকে শ্রেয়াস আইয়ার ছিটকে যাওয়ায় বিকল্প হিসাবে সূর্য কুমার যাদব এর নাম উঠে আসছে। বৃহস্পতিবার প্রথম একাদশে ডাক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
2021-03-25